গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা

মেহের মামুন গোপালগঞ্জ:

গোপালগঞ্জে লকডাউনে শ্রমিক সংকট দেখা দেয়ায় কৃষক হাসান শরীফের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কেএস আশিকের নেতৃত্বে ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল কৃষক হাসান শরীফের এক বিঘা জমির ধান কেটে দেন। পরে তারা সেই ধান মাড়াই করে ঘরে তুলে দেন।
শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলেন না কৃষক হাসান শরীফ। তার ধান কেটে ঘরে তুলে দেয়ায় খুশি তিনি। আগামীতেও কৃষকের পাশে থেকে জমির ধান কেটে ঘরে তুলে দেবে বলে জানিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন: বিশ্বনেতাদের ৪ পরামর্শ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধহেফাজতের সহ-দফতর সম্পাদক গ্রেফতার