কাশিয়ানীতে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিক ভাবে ১৪ শত প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে ১৪ শতজন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সন্জয় কুমার, অতিরিক্ত কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, কাশিয়ানি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ। এ সময়ে ভতূর্কী মূল্যে জামাল হোসেন নামের এক কৃষককে হার্টব্যাস্টার মেশিন (ধানা কাটার মেশিন) বিতরণ করেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে শান্তি নিশ্চিত করাটাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধটিকা কিনতে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৩৩০ কোটি টাকার ঋণচুক্তি