গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে এক লাখ মাস্ক বিতরনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সোমবার সকাল ১০ টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মাস্ক বিহীন লোকদের মধ্যে মাস্ক বিতরন করে তিনি এই কর্মসূচীর উদ্বোধন করেন।
সারা জেলার ৬৭ ইউনিয়ন ও ৪ পৌরসভা এলাকায় একযোগে এই মাস্ক বিতরন কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং মাস্ক বিতরনে সাহায্যকারী রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া কাশিয়ানিতে উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়ের নেতৃত্বে উপজেলা সদর বাজার ও বাসস্টান্ড এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ মাক্স বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ববধায়ক তাপস কুমার, সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার এসএম শাহাজান সিরাজ, উপজেলা সমাজ সেবা অফিসার এমএম ওয়াহিদুজ্জামান,পরিবার পরিকল্পনা জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার নমীতা রানী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ।