লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের জন্য লকডাউন (বিধিনিষেধ) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সময়ে বন্ধ থাকবে সব ব্যাংক।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ সময়ে ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেয়া ব্যাংকের সকল উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।

পূর্ববর্তী নিবন্ধশফীর মৃত্যু : বাবুনগরীসহ ৪৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন
পরবর্তী নিবন্ধকরোনায় একদিনে রেকর্ড ৮৩ জনের মৃত্যু