এনআরবিসি ব্যাংকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব ডেস্ক
২০১৩ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। গতকাল আনুষ্ঠানিকভাবে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংকটি। করোনা সংক্রমণের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। ব্যাংকের বোর্ডরুমে চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কেক কাটা হয়। ওই সময়ে ব্যাংকের সকল পরিচালক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, ও কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন। সারাদেশের শাখা ও উপশাখাগুলো অনলাইনে যুক্ত হয়ে একই সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সীমিত এই আয়োজনে করোনাকালীন সংকট মোকাবেলায় কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষের মুক্তি ও ব্যাংকের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন এসি কিনে ২০০% ক্যাশব্যাক পেলেন ব্যবসায়ী রুবেল
পরবর্তী নিবন্ধরাজধানীতে চলাচল করা গাড়ি গণপরিবহন নয় : জনপ্রশাসন প্রতিমন্ত্রী