সিরাজদিখানে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ভারতের প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সংঘর্ষ ও মৃত্যুর  ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সভা করেছে করেছে হেফাজতে ইসলাম। শনিবার সকাল ১০ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইকবাল সুপার মার্কেটের সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা বশির আহমেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদীখান  উপজেলার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, সেক্রেটারি মাওলানা মুফতি আবুল হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ শ্রীনগরের সভাপতি মাওলানা ইউনুস আহমেদ, বিশিষ্ট আলেমে দ্বীন হোসাইন আহমেদ ইছাকি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘এদেশের মানুষ নরেন্দ্র মোদীকে বরদাস্ত করবে না। যার হাতে বাবরি মসজিদের শাহাদাতের রক্তের দাগ লেগে আছে, যার হাতে কাশ্মিরের মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, গুজরাটের কসাই হিসেবে গোটা পৃথিবী যাকে চিনে তাকে আমরা মেনে নিতে পারি না।
পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবের পৃষ্ঠপোষক বিএনপি: কাদের
পরবর্তী নিবন্ধবৈঠকে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী