হেফাজতের হরতালে বাস চলবে : মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালের মধ্যেও ঢাকা শহর ও শহরতলী রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাস চালানোর সিদ্ধান্ত হয় বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, পরিবহন ব্যবসায়ীরা হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে লোকসান গুণতে চান না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতা করে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, সরকারি দলের বিভিন্ন সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়, এতে কয়েকজনের প্রাণহানি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩৬৭৪
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর পূর্ণাঙ্গ রূপ দেখলেন প্রধানমন্ত্রী