গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য জাতীয় গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

মেহের মামুন, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ২৫ মার্চ কাল রাতের বিভীষিকাময় গণহত্যাযজ্ঞ দিবসে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন এবং ব্লাক আউটের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও উদীচী জেলা সংসদ এসব কর্মসূচী পালন করে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আলোর মিছিল বের করা হয়। প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় এক মিনিট নীরাবতা পালন করা হয়। এ কর্মসূচীতে উদীচী জেলা সংসদের শিল্পীরা অংশ নেন। এছাড়া রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পযর্ন্ত ব্লাক আউট পালন করা হয়। এসময় জেলার সকল অফিস, আদালত, দোকান, বাড়ীসহ সব স্থাপনায় এক মিনিট আলো বন্ধ রাখা হয়। অপরদিকে, এ দিবসটি উপলক্ষে “লালন করি মুক্তিযুদ্ধ” নামে একটি সংগঠন নানা কর্মসূচী পালন করে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত: মোদী
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৩ মে