নিউজিল্যান্ডের জুটি ভাঙলেন তামিম

স্পোর্টস ডেস্ক:

অধিনায়ক টম লাথাম ও বাঁহাতি টপঅর্ডার ডেভন কনওয়ের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। বোলাররা যখন জুটি ভাঙতে ব্যর্থ, তখন ফিল্ডিংয়ে জাদু দেখালেন অধিনায়ক তামিম। তার সরাসরি থ্রোয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ, স্বাগতিকরা হারিয়েছে চতুর্থ উইকেট।

তাসকিন আহমেদের করা ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলটি মিড অফের দিকে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড় শুরু করেন কনওয়ে। কিন্তু তিনি পপিং ক্রিজে পৌঁছানোর আগেই সরাসরি থ্রোয়ে ননস্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন তামিম। থার্ড আম্পায়ারের মাধ্যমে সিদ্ধান্ত আসে আউট।

সাজঘরে ফেরার আগে অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েছেন কনওয়ে। নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে তার ব্যাট থেকে এসেছে ৯৩ বলে ৭ চারের মারে ৭২ রানের দায়িত্বশীল ইনিংস। যা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ডের জয়ের আশা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান। ম্যাচ জিততে শেষের ৯০ বলে তাদের প্রয়োজন ১০১ রান। ফিফটি তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত রয়েছেন লাথাম। নতুন ব্যাটসম্যান হিসেবে আসা নিশামের সংগ্রহ ৩ রান।

এর আগে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করানোর পর অধরা জয়ের খোঁজে যেমন শুরু দরকার ছিল, ঠিক তেমনটাই এনে দেন মোস্তাফিজুর রহমান। মাত্র পঞ্চম ওভারেই নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিলকে সাজঘরে পাঠিয়ে দেন বাঁহাতি এই পেসার। ফিজের কাটারেই মূলত ধরাশায়ী হয়েছেন গাপটিল।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্কটল্যান্ডের। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কেনিয়ার ১০ উইকেটে তোলা ২৬০ রান টপকে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছিল স্কটিশরা।

ফলে আজ বাংলাদেশ দল ২৭১ রান করায় এ মাঠের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জিততে হবে নিউজিল্যান্ডকে। সেই মিশনে শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচে ১৩১ রানের ছোট লক্ষ্যে যেমন আক্রমণাত্মক খেলছিলেন গাপটিল, আজও আভাস দিয়েছিলেন তেমন কিছুর।

কিন্তু তাকে বেশিদূর যেতে দেননি মোস্তাফিজ। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি লেগস্ট্যাম্পের ওপর কাটার ডেলিভারি করেন বাংলাদেশের কাটার বয়। লেগসাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয় গাপটিলের। ফলো থ্রু’তে সামনে এগিয়ে গেলেও, দ্রুতই পেছনে ফিরে নিজের বলে নিজে ক্যাচটি তালুবন্দী করেন মোস্তাফিজ।

আউট হওয়ার আগে ৩ চারের সঙ্গে ১ ছয়ের মারে ২৪ বলে ২০ রান করেছেন গাপটিল। পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারানোর পরও ইতিবাচক ব্যাট করতে থাকেন হেনরি নিকলস ও ডেভন কনওয়ে। মোস্তাফিজ ও তাসকিন আহমেদের জুটি বেঁধে করা ৮ ওভারের প্রথম স্পেলে ১ উইকেটে ৪৩ রান করে নিউজিল্যান্ড।

এরপর আক্রমণে আনা হয় শেখ মেহেদি হাসানকে। ফিজের এনে দেয়া দুর্দান্ত শুরুটা ধরে রাখার দায়িত্ব দারুণভাবে পালন করেন তরুণ অফস্পিনার মেহেদি। আগের ম্যাচে মুখোমুখি প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চমক জাগানো মেহেদি, আজ নিজের পরপর দুই ওভারেই দলকে এনে দেন মূল্যবান দুইটি উইকেট।

তার প্রথম ওভারের প্রথম দুই বল ঠিকঠাক বুঝতে পারেননি হেনরি নিকলস। তৃতীয় বলটি ছিল মিডল-অফ স্ট্যাম্পের ওপর খানিক ধীরগতির ডেলিভারি। ফরোয়ার্ড ড্রাইভ করতে গিয়ে বলের কাছেও যেতে পারেননি নিকলস, সাজঘরে ফিরেছেন ১৩ রান নিয়ে। ওয়ানডে ক্যারিয়ারে মেহেদির এটি প্রথম উইকেট, এই ওভারে কোনো রানই দেননি তিনি।

দশম ওভার করতে এসে মোহাম্মদ সাইফউদ্দিন দুই চারের মারে হজম করে বসেন ৮ রান। তবে পরের ওভারেই এটি সামাল দেন মেহেদি, ফিরিয়ে দেন ১ রান করা ইয়ংকে। মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি স্কুপ করতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন ইয়ং।

মেহেদির দ্বিতীয় ওভার থেকে নিউজিল্যান্ড নিতে পেরেছে মাত্র ২ রান। পরের ওভারগুলোতেও দারুণ বল করেছেন মেহেদি। তার প্রথম স্পেল ছিল ৬-১-১৪-২। কিন্তু অন্যপ্রান্ত থেকে যথাযথ সঙ্গ দিতে পারেননি মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা তাসকিন আহমেদরা। যার ফলে সহজেই জুটি গড়েন কনওয়ে ও লাথাম।

ইনিংসের ২৯তম ওভারে নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি তুলে নেন কনওয়ে। এরপর এগুতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে তাকে থামতে হয় তামিমের সরাসরি থ্রোয়ে রানআউটে কাঁটা পড়ে। কনওয়ে ফিরলেও ফিফটি করে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন কিউই অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা