ঢাকা-জলপাইগুড়ি ট্রেনের নাম ‘মিতালী এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও একটি ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রম্তাব করা হয়েছে ‘মিতালী এক্সপ্রেস’। ভারতের আপত্তি না থাকলে এই নামটিই চূড়ান্ত হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

রেলওয়ে সূত্র বলছে, রেলওয়ের পক্ষ থেকে রোববার (২১ মার্চ) নতুন ট্রেনের প্রস্তাবিত নাম জানানো হয়। সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ মার্চ বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রীর এই ট্রেনটি উদ্বোধর করার কথা রয়েছে।

জানা গেছে, ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রোববার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই
পরবর্তী নিবন্ধএবার তামিমার বিরুদ্ধে রাকিবের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন