বঙ্গবন্ধুর সমাধিতে উপ-ভূমি সংস্কার কমিশনারের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার মো: মোখতার আহমেদ। আজ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ঢাকা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার। পরে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় মো: মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি), গোপালগঞ্জ সদর, দেদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এবং ঢাকা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনারের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে এক লাখ ভ্যাকসিন দিতে চায় চীন
পরবর্তী নিবন্ধনতুন এমপিওভুক্ত হলেন ১১২৮ শিক্ষক-কর্মচারী