পায়রা বন্দরে সোনালী ব্যাংকের ৫৫০০ কোটি টাকা অর্থায়ন

নিজস্ক ডেস্ক:
দেশের দক্ষিণে অবস্থিত পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নে সোনালী ব্যাংক কর্তৃক ৫৫০০ কোটি টাকা অর্থায়নের লক্ষে এক চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার অর্থ বিভাগে সোনালী ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের মধ্যে এই ত্রিপক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন। এই চুক্তির আগে প্রধানমন্ত্রী “বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল” এর উদ্বোধন করেন এবং উক্ত তহবিল হতে “পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং” শীর্ষক স্কিমে প্রথম এই তহবিল উদ্বোধন করেন। সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রা বন্দরের ৫৫০০ কোটি টাকার অর্থায়নই হচ্ছে এই তহবিল হতে দেশের সর্বপ্রথম অর্থায়ন। এছাড়াও ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবীর, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মান্নান এসময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা রয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমোদির ঢাকা সফরের আগেই পানিবণ্টন নিয়ে আলোচনা: এনডিটিভি