নিজস্ব ডেস্ক:
জনতা ব্যাংক লিমিটেড এর বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ আদায়, নিয়মিতকরণ, অবলোপন ঋণ আদায়, আমদানী রপ্তানী বৃদ্ধি, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, চলমান মামলাসমূহ দ্রুত নিস্পত্তি,নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রধিকার ভিত্তিতে ঋণ বিতরণসহ ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমাদের সবার একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোঃ জসীম উদ্দিন এবং মোঃ আব্দুল জব্বার ও সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহ বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের জিএম মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট এরিয়া প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহন করেন।