দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন, নিহত ৩

জেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন ১৭ জন। এর মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে বাসের তিন যাত্রী নিহত হন। এ সময় অগ্নিদগ্ধ হন ১৭ জন।

অগ্নিদগ্ধদের মধ্যে নয় যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দুই যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাদের মির্জার নামে হত্যা মামলা, পৌরভবন ঘিরে রেখেছে পুলিশ
পরবর্তী নিবন্ধকরোনায় মারা গেলেন এমপি মাহমুদ উস সামাদ