হত্যাচেষ্টা মামলা : জামিন পেলেন রন হক সিকদার

নিজস্ব প্রতিবেদক:

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দু’জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ মার্চ) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে রন হক সিকদার স্থায়ী জামিনের আবেদন করেন। অন্যদিকে মামলার বাদী লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম তার জামিন বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ১১ এপ্রিল পর্যন্ত তার অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

এদিন দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন।

পূর্ববর্তী নিবন্ধজীবন সহজকরণে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা
পরবর্তী নিবন্ধনির্যাতনের অভিযোগে মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের