সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে অগ্রণী ব্যাংকের ‘১ম স্থান’ অর্জন

নিজস্ব ডেস্ক:

বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠানবিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২০-২১ সংক্রান্তমার্চ-২০২১ ভিত্তিক ৯ম মাসিক সভা মোঃ আসাদুল ইসলাম,সিনিয়রসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সভাপতিত্বে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) মূল্যায়নে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ‘১ম স্থান’অর্জন করায় অগ্রণী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ প্রদান এবং সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করাহয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এরপক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উলইসলাম।
এ অর্জনে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ১৩ হাজার নির্বাহী, কর্মকর্তাও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত