মুকসুদপুরে ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

?

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ৭ মার্চ দিবস – ২০২১ উদযাপন উপলক্ষে আজ ৭ মার্চ রবিবার সকাল ১০ টার সময়ে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃআসমত হোসেন ভূইয়া, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুবকর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, সাবেক মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফিরোজ খান,যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃজাফর মলিক,মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সদস্য সাংবাদিক হাফিজুর রহমান লেবু, এস,জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল,মুক্তিযোদ্ধা আতাহার আলী খান প্রমুখ, এসময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআহসানউল্লাহ মাস্টারসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার