তিন ফসলি জমিতে কলকারখানা করার প্রতিবাদে মুকসুদপুরে মানববন্ধন ও সমাবেশ

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

তিন ফসলি জমিতে কলকারখানা করার প্রতিবাদে মুকসুদপুরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে (সাড়ে ১০ টায় ) জেলার মুকসুদপুর উপজেলার দাসরহাট ফুটবল খেলার মাঠে এলাকার জমির মালিক, কৃষকরা মিলে এই মানববন্ধন ও সমাবেশ করে।
প্রায় ২ শতাধিক কৃষক, জনতার এই মানবন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলী মোল্যা, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলী খন্দকার, ব্যরিস্টার মনোজ ভৌমিক, কৃষক পতিত পাবন মন্ডল, হাফিজুর রহমান, মিকাইল হোসেন বাবুল, আবু সাইদ প্রমুখ।
উল্লেখ যে, মুকসুদপুর উপজেলার পশারগাতি গোবিন্দপুর এলাকার একটি বহুজাতিক কোম্পানী ফসলি জমি কেনার প্রতিবাদে এই মানববন্ধন করা হয় ।

 

পূর্ববর্তী নিবন্ধজিয়ার খেতাব বাতিলের সুপারিশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ৭ মার্চ,১৭মার্চ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা