মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী, প্রয়াত মিশুক মুনীরের মা লিলি চৌধুরী আর নেই। সোমবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বনানীর নিজ বাসভবনে শেষ নি:শাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের একাধিক সদস্য।

এ বিষয়ে প্রয়াতের সন্তান আসিফ মুনীর তন্ময় বলেন, আমার মা আজ বিকেল সাড়ে ৫টায় আমাদের ছেড়ে চলে গেছেন। তার মরদেহ আমাদের বাসায় রাখা আছে। আগামীকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত আত্মীয় স্বজনদের দেখার জন্য প্রয়াতের মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা সম্পন্ন হবে। বনানী কবরস্থানে তাকে শায়িত করা হবে।

১৯৭১ সালের পর কঠিন সংগ্রাম করতে হয়েছে লিলি চৌধুরীকে। নানা জায়গায় চাকরি করেছেন। পাশাপাশি করেছেন অভিনয়ও। বেতার, মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত নাটক করেছেন। কণ্ঠ, স্পষ্ট সংলাপ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গির জন্য সবার মনোযোগ পান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজনগণ ভোট দেবে না জেনেই সরে দাঁড়িয়েছে বিএনপি : কাদের
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত সাড়ে ১১ কোটি ছুঁই ছুঁই