৭ কলেজের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

চলতি বছরের ২৪ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পরদিন এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন সাত কলেজের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

পূর্ববর্তী নিবন্ধজয়ের স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের পথে টাইগাররা
পরবর্তী নিবন্ধমামলা তুলে না নেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি