মুকসুদপুরে ক্রিকেট প্রশিক্ষনের সনদপত্র বিতরণ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষনের সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা ক্রীড়া বিভাগের আয়োজনে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতার খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধনিবন্ধনের আওতায় আসছে অটোরিকশা