নেত্রকোনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজার সংলগ্ন গৌরার হাওরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় আহত হন পুলিশ সদস্য আরিফ হোসেন, বাউসা গ্রামের মোজাম্মেল ও রুবেল, খসরু, সাইদুল, আবু সাহেদ, পায়েল, সবুজ, লুৎফুর রহমান, কেন্তু মিয়া, টিপুল, তাইজুল ইসলাম, মাখনা গ্রামের সজুত মিয়া, ইছহাক মিয়া, সাইকুল ইসলাম, সুহেল মিয়া, হেকিম। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য আরিফ হোসেনকে মদন হাসপাতালে এবং মোজাম্মেল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড গুলি ছুড়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধলাভলী হত্যার রহস্য উদঘাটন
পরবর্তী নিবন্ধখালেদা ও গয়েশ্বরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা