ফেনীতে ৭ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি:

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত সাত কিলোমিটার এলাকাজুড়ে বসানো অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলা সহকারী কমিশানার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ও সহকারী কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে ২০১৮ সালের ১২ মার্চ অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করার অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানার ওপর হামলা করে স্থানীয় কাউন্সিলর মনিরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ২০১৫ সালে স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করে ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড রামপুরে প্রায় সাত কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাসলাইন স্থাপন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির আহাম্মেদ। ওই এলাকায় ১৪৩টি রাইজার স্থাপন করে প্রতি গ্রাহক থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা আদায় করে অন্তত ৬ থেকে ৭ হাজার গ্রাহককে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত হয়ে তৎকালীন সহকারী কমিশনার আনসার সদস্যদের নিয়ে ২০১৮ সালের ১২ মার্চ ওই এলাকায় অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে অভিযান শুরু করেন। অভিযানে বাধাদানের চেষ্টায় তিনি তাৎক্ষণিক তিনজনকে আটক করেন। কিছুক্ষণের মধ্যেই কাউন্সিলর মনিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানো হয়। পরে র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশানার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ জানান, বুধবার বিপুলসংখ্যক র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ফেনী পৌরসভার রামপুর এলাকায় অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার প্রায় সাত কিলোমিটার অবৈধ গ্যাসলাইন তুলে নেয়া হয়।

অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক ব্যবস্থাপক সগির আহমেদ ও ফেনীস্থ বাখরাবাদ ম্যানেজার মো. সাহাব উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ফেনীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ফেনীতে সরকার দলীয়দের ছত্রচ্ছায়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট জেলার বিভিন্ন স্থানে মোটা অংকের টাকার বিনিময় অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। মাঝে মধ্যে বাখরাবাদ কর্তৃপক্ষ কিছু কিছু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও কয়েকদিন পরে আবার অবৈধ লাইন পাইয়ে দিচ্ছেন তারা। ওই সিন্ডিকেটে সরকারি দলের নেতা, বাখরাবাদের ঠিকাদার ও খোদ বাখরাবাদের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে।

পূর্ববর্তী নিবন্ধআল জাজিরার প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধলাভলী হত্যার রহস্য উদঘাটন