পঞ্চম দিনে টিকা নিলেন ২ লাখেরও বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) টিকা গ্রহীতার সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন।

এছাড়া পঞ্চম দিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৬ জন।

এতে বলা হয়, টিকা গ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুসারে সর্বমোট টিকা গ্রহণকারী দুই লাখ চার হাজার ৫৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে নয় হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।

পূর্ববর্তী নিবন্ধপি কে হালদারের সহযোগী ও তার মেয়ের দায় স্বীকা
পরবর্তী নিবন্ধস্থলবন্দর দিয়ে চাল আমদানির ‘বাধা’ কাটছে