হেফাজতের সহকারী মহাসচিব ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক:

অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জসিমউদদীন।

মঙ্গলবার বিকালে রাজধানীর লালবাগ শাহী মসজিদের গেইটে এ হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশনের প্রস্তুতি চলছে।

ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান জানান, এদিন আসরের নামাজের পর কর্মস্থল লালবাগ মাদ্রাসা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন জসিমউদদীন।

এ সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মাওলানা জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান তার সহকর্মীরা।

আনসারুল হক ইমরান বলেন, সিসিটিভির ফুটেজে এক ব্যক্তিকে হামলা করতে দেখা গেছে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল ফারাহ আমিনী ও মাওলানা আলতাফ হোসাইনসহ দলটির শীর্ষ নেতারা ঢাকা মেডিকেলে অবস্থান করছেন বলে জানান তিনি।

লালবাগ মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মুফতি জসিমউদদীন ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমীনির জামাতা।

এদিকে সহকারী মহাসচিব জসিমউদদীনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক।

অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দিন টিকা নিলেন ১ লাখের বেশি মানুষ
পরবর্তী নিবন্ধস্বর্ণপদক পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী