সমুদ্রের ৬০ ফুট গভীরে মালাবদল!

নিজস্ব ডেস্ক:

অভিনব পদ্ধতিতে বিয়ে করলেন ভারতের চেন্নাইয়ের এক প্রকৌশলী দম্পতি। বর-কন্যার পরনে বিয়ের পোশাক-সাজসজ্জা। মুখে মাস্ক, পিঠে অক্সিজেন সিলিন্ডার। হাতে ফুলের মালা। তারপর ঝাঁপ সমুদ্রে।

অভিনব এই মালাবদলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল। তাদের এরকম শখের বিয়েতে দুই পরিবারের সম্মতিও ছিল।

জলসম্পদকে পরিষ্কার রাখা ও প্লাস্টিক মুক্ত রাখার বার্তা দিতেই তারা এমনটা করেছেন। প্রায় ৪৫ মিনিট পানির নিচে কাটান তারা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
পরবর্তী নিবন্ধউহানের সেই ল্যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল