নাস্তায় চেতনানাশক ওষুধ মিশিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি

মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে চাকরিরত এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রেুয়ারি) আটক ব্যক্তিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত রুবেল তালুকদার (৩৪) পৌর শহরের জয়বাংলা সড়কের জহুরুল তালুকদারের ছেলে।

এ সময় কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দেন। এতে কিছুক্ষণের মধ্যে ওই নারী অচেতন হয়ে পড়েন। পরে রুবেল তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পরদিন ভোরে ওই নারীকে রুবেল অন্য এক ব্যক্তির সঙ্গে গাড়িতে উঠিয়ে দিলে গাড়িচালক তাকে সড়কের পাশে ফেলে রেখে চলে যান। পরে ওই নারী তার মাকে মোবাইল ফোনে খবর দিলে তার মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় মঙ্গলবার মোংলা থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। বুধবার দুপুরে পুলিশ তাকে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ মামলায় রাজশাহীর স্টেশনমাস্টার গ্রেফতার
পরবর্তী নিবন্ধপুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর কারাগারে