তৃতীয় ধাপে পৌর নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে: ইসি

নিজস্ব প্রতিবেদক:

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪%। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭% মৌলভীবাজারে।

ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে মেয়র পদে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

এর আগে ১৮ ডিসেম্বরের  প্রথম ধাপে ভোটে ৬৫ ভাগ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ ভাগ ভোট পড়েছে।

ইসি সচিব মো. আলমগীর ভোট শেষে দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রথম দফায় সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম দুটোই ছিল। তৃতীয় ধাপে ব্যালটে ভোট হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভায় নির্বাচন করছে কমিশন।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হল ৩০ জানুয়ারি।

প্রসঙ্গত, প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

চতুর্ধ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআবরার হত্যা : তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ
পরবর্তী নিবন্ধইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে ফের চিঠি