এশিয়ার ‘মাদক সম্রাট’ সে চি লপ নেদারল্যান্ডসে গ্রেফতার

নিজস্ব ডেস্ক

বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাকারবারি সে চি লপকে (৫৬) গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। এশিয়ার এল চেপো নামেও বেশ পরিচিত এই মাদকসম্রাট।

দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।

সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন।  এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার।

সে চি লোপকে বিচারের মুখোমুখি করার জন্য অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের চেষ্টা করবে। ৫৬ বছর বয়সী সে চি লোপকে অনেক দিন ধরে অনুসরণ করে আসছিল পুলিশ।

গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভ, আটক ৩০০০