বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ইয়াবাকারবারি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় দুনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি বাহিনীটির।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ এস নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে একটি ইয়াবাকারবারির দলকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় ইয়াবাকারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। বিজিবি সদস্যরা প্রাণ রক্ষার্থে পাল্টা গুলি করলে তারা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহল দল ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ইয়াবাকারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

আজাদ আহমদ বলেন, ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশি তৈরি দুনলা বন্দুক ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় দেড় ১ কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সেতু এলাকায় ৪০ কিলোমিটার যানজট
পরবর্তী নিবন্ধভারতের সীমাখালী খাল থেকে ২ বাংলাদেশির লাশ উদ্ধার