নিজস্ব ডেস্ক:
ওমানের সুর অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) সকালে দেশটির সুর গোলিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের নাম নাজিম এবং তারই ভাই নাছির। অপর জনের নাম এখনো জানা যায়নি। তাদের মধ্যে নাজিমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা ৩ জনই সুর হাসপাতালে চিকিৎসাধীন।
সুর থেকে হাসান নামে এক প্রবাসী এই তথ্য জানিয়েছেন। এদিকে অপর এক সড়ক দুর্ঘটনায় নেজুয়া মাস্কাট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সকালে রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, নেজুয়া মাস্কাট সড়কের গালা ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক নিচে পড়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নাগরিক এবং প্রবাসীদের বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে আরওপি।