নতুন বছরে নতুন গান নিয়ে হাজির টিনা রাসেল

পপুলার২৪নিউজ ডেস্ক:

২০২০ সালের শেষ প্রহরে নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রকাশ হয়েছে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা রাসেলের
নতুন গানের ভিডিও ‘চোখের ভেতর’। নিজেরই ইউটিউব চ্যানেলে ৩১ ডিসেম্বর রাতে এটি উন্মুক্ত করেন টিনা।

জুটি প্রোডাকশনের ব্যানারে প্রকাশ হয়েছে গানটি। এটি প্রকাশের মাধ্যমে নতুন বছরে শিল্পী ছড়িয়ে দিলেন প্রেমময় বার্তা।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম। প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে। সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম।

টিনা রাসেল নিয়মিতই আলোচনায় থাকেন গান করে। পাশাপাশি নাগরিক টেলিভিশনে ‘গানবাক্স’ ও একুশে টেলিভিশনের ‘স্যান্ডালিনা রূপ-লাবণ্য’ অনুষ্ঠান দুটি উপস্থাপনা করেন তিনি। ঘরবন্দি সময়ে সরব ছিলেন ফেসবুক লাইভ শোয়ের মাধ্যমেও।

টিনা রাসেল জানান, নতুন বছরে প্রকাশ পাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার একাধিক গানচিত্র।

 

পূর্ববর্তী নিবন্ধভেঙে যাচ্ছে কিম কারদাশিয়ানের সংসার
পরবর্তী নিবন্ধস্বামীর পদবি ফেলে দিলেন শ্রাবন্তী, ডিভোর্স কি হয়েই গেল?