বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল

পপুলার২৪নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত ১৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কোভিড রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮। এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।

এরপরই রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম  জনসংখ্যার এ দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১।  মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬। দেশটিতে এ ভাইরাসে মারা গেছে ১ লাখ ৯৬ হাজার ১৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।

তালিকায় ২৭তম অবস্থানে থাকা বাংলাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৬২৬ জন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লরিচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ, ট্রাম্পের ফোনালাপ ফাঁস