২৫৯৮ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন–ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে চাকরির জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদে ২১৫৫ জন নিয়োগ পাচ্ছেন।  এছাড়া ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।  লিখিত পরীক্ষা নেয় ২০১৯ সালের সেপ্টেম্বরে।  সে বছরের নভেম্বরেই লিখিত পরীক্ষার ফল ঘোষণা করে পিএসসি।  পরে মৌখিক পরীক্ষা নেয়া হয় চলতি বছরে।

উল্লেখ্য, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট বহু দিনের।  প্রায় ৩১৯টি বিদ্যালয়েই শিক্ষক সঙ্কট রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ৭টি নতুন শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধথার্টি ফার্স্ট নাইট ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা, নিষেধাজ্ঞা