দিল্লিতে তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রচণ্ড শীতে দিল্লির বেশিরভাগ এলাকা কাঁপছে। পশ্চিম হিমালয় থেকে কনকনে হাওয়া বাধাহীনভাবে ঢুকতে থাকায় ওই রাজ্যের তাপমাত্রা কোথাও কোথাও এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শুক্রবার জাফরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। আয়া নগরে ৩.৫ ডিগ্রি, লোধী রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সফদরজঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে গত ১২ ডিসেম্বর থেকে তুষারপাত হচ্ছে।  ফলে সেখান থেকে হিমশীতল হাওয়া দিল্লিতে ঢুকছে।  যার জেরে তাপমাত্রা ভীষণভাবে কমছে।  আর ২২ থেকে ২৪ ডিসেম্বর আরও ব্যাপকভাবে কুয়াশায় গ্রাস করবে দিল্লির বিভিন্ন এলাকা।  এমন পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

 

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধস্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ