`মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরদ্ধে মানববন্ধন করেছে গোপালঞ্জের সরকারী মুকসুদপুর কলেজ। “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে সরকারী মুকসুদপুর কলেজ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে কলেজ এলাকা প্রদক্ষিন শেষে কলেজ গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশের সভাপত্বি করেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে.এম. কাওসার আলী। এসময় বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান কবির উদ্দিন আহমেদ, অর্থনীতি প্রভাষক আরিফুল ইসলাম রাজু, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান ফিরোজ মাহমুদ, প্রভাষক মাহবুব হাসান বাবর, মাহবুব সাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে আমাদের কলঙ্কিত করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং পরবর্তীতে এমন ঘটনা যাতে না ঘটে তার প্রতি দাবি জানান।