গোপালগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারীরাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন। সরকারী উর্দ্ধতন কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। এছাড়া একই ধরনের সভা মুকসুদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, ওসি আবুবকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রানী সম্পদ অফিসার ডা: সচিন্দ্রনাথ, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স-এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে জেলা সদরের বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন যোগ দেয়।