করোনার টিকা আগে মার্কিনিদের দেয়ার নির্দেশ ট্রাম্পের

পপুলার২৪নিউজ ডেস্ক:

করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারকে সবার আগে নিজ দেশের মানুষকে তা সরবরাহ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এ নির্দেশ অমান্য করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও হুমকি দেন ট্রাম্প। আগে মার্কিনিদের চাহিদা মিটিয়ে তার পর এ টিকা অন্য দেশে সরবরাহ করার নির্দেশ দেন তিনি।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শিগগিরই ফাইজারের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবে।

সবার আগে মার্কিন এ প্রতিষ্ঠানটির টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার থেকে দেশটির ৮০ বছরের বেশি বয়সীদের এ টিকা প্রয়োগ করা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনাভাইরাসে মৃত্যু ৬ হাজার ৯০০ ছাড়াল
পরবর্তী নিবন্ধ১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু