ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

পপুলার২৪নিউজ ডেস্ক:

পেশাদার সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং সাগর-রুনী হত্যার
বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)
নতুন কমিটির নেতৃবৃন্দ। আজ ৭ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় ডিআরইউর সাগর-রুনী
মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২১) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্বভার হস্তান্তর করা
হয়।
বিদায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক
মসিউর রহমান খান ও সহ-সভাপতি ওসমান গনি বাবুল।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে
শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিগত কমিটির
নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে
সভাপতি নির্বাচিত হয়েছেন বাসস এর সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান। এছাড়াও সহ-সভাপতি পদে
ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক
সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা
নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম
মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক
মোহাম্মদ নঈমুদ্দীন ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এম এম জসিম, রহমান আজিজ, রুমানা জামান, মো:
মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ।

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে বাস চাপায় অটোরিকশার ৮ যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধইউনিফর্মটা না থাকলে বুঝবেন জীবন কত কঠিন: ডিএমপি কমিশনার