সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে ফায়ার সেফটি ট্রেনিং অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফায়ার সেফটি বিষয়ে সচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে প্রথমবারের মত সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান এর নির্দেশনায় ব্যাংকটির চীফ সিকিউরিটি অফিসার মেজর সরকার তারেক আহমেদ (অবঃ) এর তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এ গত ৬ ডিসেম্বর দিনব্যাপী ফায়ার সেফটি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ জাহিদুল হক, জনাব মোঃ আব্দুল মান্নান ও জনাব মোঃ মুরশেদুল কবির এর উপস্থিতিতে দিনব্যাপী ট্রেনিং কার্যক্রম উদ্বোধনে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আফজাল করিম। বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর হতে আগত প্রশিক্ষকবৃন্দ ট্রেনিং পরিচালনা করেন। উক্ত ট্রেনিং এ সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এর প্রতি ডিভিশন হতে একজন করে অংশগ্রহণ করেন। করোনা পরিস্থিতির কারণে ৭ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুষ্ঠেয় ফায়ার ড্রিল স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমৌলবাদী গোষ্ঠী দেশে ঘাপটি মেরে বসে আছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাবুনগরী- মামুনুল- ফয়জুলের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই