যুক্তরাজ্যের পানিসীমার কাছে রুশ যুদ্ধজাহাজের আনাগোনা

পপুলার২৪নিউজ ডেস্ক:

ব্রিটিশ নৌবাহিনীর অভিযোগ, যুক্তরাজ্যের পানিসীমার কাছে গত দুই সপ্তাহে রাশিয়ার যুদ্ধজাহাজের আনাগোনা ‘ব্যাপকভাবে’ বেড়ে গেছে।

এসব জাহাজের মধ্যে ছিল একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার, একটি করভেট, একাধিক টহল জাহাজ এবং এগুলোকে পৃষ্ঠপোষকতা দানকারী টাগবোট ও সরবরাহকারী জাহাজ।

বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর আটটি যুদ্ধজাহাজ থেকে ইংলিশ চ্যানেল ও সেলটিক সাগরে এসব রুশ জাহাজ শনাক্ত করা হয়।

এতে আরও বলা হয়, আকাশ থেকে রুশ জাহাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে ব্রিটিশ নৌবাহিনী।

এর আগেও রাশিয়ার নৌবহর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ব্রিটিশ পানিসীমা অতিক্রম করেছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : দেশব্যাপী সমাবেশের ঘোষণা যুবলীগ-ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধরাজধানীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৮