ভাসানচরের পথে রোহিঙ্গাবাহী ১০ বাস

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া কলেজমাঠ থেকে রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ১০টি বাস। ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ১০ বাসে রোহিঙ্গা নিয়ে রওয়ানা হতে দেখা গেছে।

ধারণ করা হচ্ছে, প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা রয়েছে। তবে এখনো পর্যন্ত কতো পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে তার কোনো সঠিক তথ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।

কিন্তু পর্যায়ক্রমে লক্ষাধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানান সংশ্লিষ্টরা৷

জানা যায়, কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ডিসেম্বর মাসেই আগ্রহী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে গত বুধবার (২ ডিসেম্বর) জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আগামী দিনে কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে সরিয়ে নেয়ার পরিকল্পনা সম্পর্কে জাতিসংঘ অবগত আছে। কিন্তু শরণার্থীদের স্থানান্তর প্রস্তুতি কিংবা রোহিঙ্গাদের শনাক্তকরণ প্রক্রিয়ার সঙ্গে সংস্থাটিকে যুক্ত করা হয়নি।

এই স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের কাছে তথ্যও খুবই কম আছে বলে বলা হয়েছে ওই বিবৃতিতে।

পূর্ববর্তী নিবন্ধএমসি কলেজ গণধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল আজ
পরবর্তী নিবন্ধকরোনায় সাবেক ফরাসি প্রেসিডেন্ট গিসকার্ডের মৃত্যু