মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোপাল দত্ত (২০) কে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। ২১ নভেম্বর শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়াস্থ ঢাকা-বরিশাল গামী মহাসড়ক সংলগ্ন “মেসার্স হক ফিলিং ষ্টেশন” এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর নিকট হতে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামী উপজেলার বাঘাট গ্রামের সুধীর দত্তর ছেলে গোপাল দত্ত। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলামজানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মাদারীপুর র‌্যাব-৮ এর একটি টিম উপজেলার ছাগল ছিড়া নামক এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যাসায়ী গোপাল দত্তকে আটক করে একটি মাদক মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে। তাকে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহলমার্কের ৩৮৩৪ শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২০৬০