রূপালী ব্যাংকের সঙ্গে রবির চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের সঙ্গে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এখন থেকে রূপালী ব্যাংক কর্মকর্তারা সর্বনিম্ন কলরেটে সারাদেশে কথা বলার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে রূপালী ব্যাংকের ডিজিএম মো. রহমত উল্লাহ সরকার ও রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রুপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম মর্তূজা, খান ইকবাল হোসেন, ওয়াহিদা বেগম, সালমা বানু, ইয়াছমিন বেগম, রবির জিএম মোস্তফা কামাল ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশিষ্ট ব্যবসায়ী কাজী নুরুল করিমের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাতকে সংর্বধনা দিলো ওয়ালটন