দক্ষিণখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

উপকেন্দ্র মেরামতকাজের জন্য রাজধানীর দক্ষিণখানের বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে দক্ষিণখান উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক জানান, এ উপকেন্দ্রের অধীন মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুর মাঠ, শাহী মসজিদ রোড, মুণ্ড, পুলারটেক, জামতলা, গাজীপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া, শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাকটাওয়ার ও সংলগ্ন এলাকা, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট, চাপানেরটেক, দক্ষিণখান বাজার ও সংলগ্ন এলাকায় বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

মাসব্যাপী উপকেন্দ্র মেরামতকাজে হাত দিয়েছে ঢাকার উত্তরাংশের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো। আর এ কাজের জন্য নভেম্বর
মাসে প্রতিটি উপকেন্দ্রের আওতাভুক্ত এলাকায় পালাক্রমে দৈনিক ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আগেই বিষয়টি জানানো হয়েছিল।

 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দগ্ধ ৯ জনের মধ্যে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধজনগণের মন জয় করেই ক্ষমতায় আ. লীগ