করোনায় চট্টগ্রামে পরীক্ষা বাড়লেও আক্রান্ত কমেছে

মুজিব উল্ল্যাহ্ তুষার,

চট্টগ্রামে বেশ কয়েকদিন পর করোনায় এবার নমুনা পরীক্ষা বাড়লেও আক্রান্তের সংখ্যাতো বাড়েইনি, উল্টো কমেছে!
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৯৯টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৬৩ জন। এর আগের দিন ৭৬৩টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছিল ৯৪ জন। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১৩৬টি নমুনা পরীক্ষা বাড়লেও আক্রান্ত কমেছে ৩১ জন! এমনকি গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যুও হয়নি।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫১০ নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫২টি নমুনা পরীক্ষায় ২৩ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৪টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু),বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো ‍নমুনা পরীক্ষা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের উদ্যোগে শরীদআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিজিবি সদস্যদের দেশপ্রেম-সততার সঙ্গে কাজ করার আহ্বান