খুনি রাশেদকে হস্তান্তরের প্রত্যাশা নতুন মার্কিন প্রশাসনের কাছে

নিজস্ব প্রতিবেদক:

কোনো খুনিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আশ্রয় দেবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে- এমন প্রশ্নের উত্তরে  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সম্পর্কে কোন পরিবর্তন হবে না। আমরা আশা করি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী মার্কিন প্রশাসন কাজ করবে।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা কোনো খুনিকে মার্কিন নতুন প্রশাসন আাশ্রয় দেবে না, বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে।

মিয়ানমারের নির্বাচনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। যেই ক্ষমতায় আসবে, রোহিঙ্গা সঙ্কট সমাধানে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৪
পরবর্তী নিবন্ধনতুন ভবনের উচ্চতা নির্ধারণের সময় বাড়লো দুই মাস