২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষা হবে ৩ ইউনিটে

নিজস্ব প্রতিবেদক:

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৮ নভেম্বর) ডিন্‌স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমারদের শিক্ষার্থীরা যেহেতু তিনটি ধারার সঙ্গে পরিচিত, সে কারণেই আমরা তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আসন্ন ভর্তি পরীক্ষায় কোনো ধরনের পরিবর্তন আসবে না। পরবর্তী পরীক্ষা থেকে এটি চালু হবে।

পূর্ববর্তী নিবন্ধজেলে নয়, দণ্ডিত মতি থাকবেন পরিবারের সঙ্গে: হাইকোর্ট
পরবর্তী নিবন্ধজিয়া-এরশাদ-খালেদা সীমান্তচুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেয়নি: প্রধানমন্ত্রী