অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি উদ্ধোধন

পপুলার২৪নিউজ ডেস্ক: সরকারী কোষাগারে সহজে যে কোন ধরনের চালান জমা দেওয়ার জন্য অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি (Automated Challan System এর উদ্ধোধন করা হয়। গত ০৫/১১/২০২০ তারিখে বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখা ঢাকায় স্বয়ংক্রিয় চালান পদ্ধতির উদ্ধোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ. কে. এম. মুখলেছুর রহমান, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র ফাংশনাল কনসালটেন্ট, BACS & iBAS++ Scheme,, অর্থ মন্ত্রনালয়। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক,মোঃ মনোয়ার হোসেন,এফসিএ এবং বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখার উপ-মহা ব্যবস্থাপক মোঃ শরফুল আলম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। “এখন থেকে সরকারী ই-চালান সেবা অগ্রণী ব্যাংকে পাওয়া যাবে”।

পূর্ববর্তী নিবন্ধসোনার বাংলা গড়তে প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান
পরবর্তী নিবন্ধম্যালেরিয়ায় আক্রান্ত অভিনেত্রী কৃতি