পপুলার২৪নিউজ ডেস্ক: ভোটের ফল এখনও ঝুলে আছে, যদিও ডেমোক্র্যাটদের জয়ের আভাস স্পষ্ট। সেই মুহূর্তে জনতার সামনে এলেন জো বাইডেন, দৃঢ়কণ্ঠে বললেন, প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি।
শুক্রবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেওয়া এই ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রবাসীকে আহ্বান জানিয়েছেন তার পেছনে দাঁড়াতে; বলেছেন, ভোট ঘিরে তিক্ততা ভুলে সামনের দিকে তাকাতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের তিন দিন বাদে বাইডেনের এই ভাষণ দেওয়ার কথা ছিল বিজয়ী হিসেবে, কিন্তু স্মরণকালের ঘটনাবহুল এই নির্বাচনের পর এখনও গণনা শেষ না হওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভিন্ন প্রেক্ষাপটে আসতে হয়েছে বাইডেনকে।
ভোটে তিনিই বিজয়ী- এমন স্পষ্ট কোনো ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী দেননি, তবে কথামালায় সাত মিনিটের যে বক্তৃতা সাজিয়েছিলেন, তাতে কিছু বলতে বাকিও রাখেননি।